প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) তারকা মিডফিল্ডার আশরাফ হাকিমির বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগে এবার নতুন মাত্রা যোগ হয়েছে। ২০২৩-এ এক নারীকে ধর্ষণের অভিযোগে গতকাল তার বিচারের দাবি তুলেছেন ফরাসি কৌঁসুলিরা। তদন্তকারী বিচারকের চূড়ান্ত সিদ্ধান্তের পরই নির্ধারিত হবে হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে কি না। জানা গেছে, এ মরোক্কান ফুটবলারের বিরুদ্ধে ওঠা অভিযোগটি প্রমাণিত হলে ১৫ বছরের জেল হতে পারে তার।
নতের কৌঁসুলি অফিস বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তদন্তে নিয়োজিত বিচারককে ধর্ষণের এ অভিযোগ ফৌজদারি আদালতে তোলার অনুরোধ করেছেন ফরাসি কৌঁসুলিরা। ২০২৩-এর মার্চে ২৪ বছর বয়সী এক নারীকে ধর্ষণের দায়ে হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৬ বছর বয়সী হাকিমির বিরুদ্ধে অভিযোগ, অভিযোগকারী নারীকে ২০২৩-এর ২৫শে ফেব্রুয়ারি প্যারিসের উপকণ্ঠে বুলান-বিয়ানকুতে অবস্থিত নিজের বাসায় আসার খরচ দেন তিনি।
তখন ছুটি কাটাতে বাসার বাইরে ছিলেন হাকিমির স্ত্রী ও সন্তান। এরপর পুলিশ স্টেশনে গিয়ে হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন সেই নারী এবং পুলিশ তখন তাকে জিজ্ঞাসাবাদ করে। সেই নারী আনুষ্ঠানিকভাবে অভিযোগ করতে না চাইলেও কৌঁসুলিরা হাকিমির বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন। তখন অভিযোগকারী নারী পুলিশকে জানান, ২০২৩-এর জানুয়ারিতে ইনস্টাগ্রামে হাকিমির সঙ্গে তার পরিচয় হয়। সে রাতে ট্যাক্সি করে হাকিমির বাসায় যান তিনি এবং ভাড়া হাকিমিই দেন। তিনি জানান, হাকিমি সম্মতি ছাড়াই তার শরীরে স্পর্শ করেন এবং পরে ধর্ষণ করেন। পুলিশের একটি সূত্রও তখন এএফপিকে এ কথা জানায়। শুক্রবার কৌঁসুলিরা হাকিমির বিচারের দাবি তোলার পর তার আইনজীবী ফ্যানি কোলিনের সঙ্গে যোগাযোগ করে এএফপি। কোলিন বলেন, ‘মামলার উপকরণ বিচারে বোধগম্য নয় এবং অর্থহীন। আশরাফ হাকিমিসহ আমরা শান্তই আছি এবং আমরা প্রক্রিয়ার শুরুতে ছিলাম। আমরা অবশ্যই আপিলের সবরকম পথই বের করব।’ তিনি দাবি করেন, ‘পরিকল্পিতভাবে অন্যায় দাবির শিকার’ তার মক্কেল। অভিযোগকারী নারীর আইনজীবী র্যা চেল-ফ্লোর প্রাদো এএফপিকে বলেন, ‘এ মামলার কোনো কিছুতেই অন্যায় দাবির আলামত নেই। আমার মক্কেল এ খবরে (হাকিমিকে বিচারের সম্মুখীন করা) অনেক স্বস্তি পেয়েছে।’
উয়েফা চ্যাম্পিয়নস লীগ ফাইনালে গত মে মাসে ইন্টার মিলানের বিপক্ষে ৫-০ গোলে জয়ের ম্যাচে বড় অবদান রাখেন হাকিমি। ফরাসি জায়ান্টদের হয়ে ম্যাচের উদ্বোধনী গোলটিও করেন তিনি। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে আরবের প্রথম দেশ হিসেবে মরোক্কোর সেমিফাইনালে ওঠায় দারুণ অবদান ছিল হাকিমির।