ভাঙা হাত নিয়ে নেমে গেছেন ক্রিস ওকস! অন্যপ্রান্তে টুকটুক করে ইংল্যান্ডকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছেন গাস অ্যাটকিনসন। এক ওভার আগে মোহাম্মদ সিরাজকেই হাঁকান ছক্কা। এক ওভার পর ফিরে প্রথম বলেই অ্যাটকিনসনের উইকেট উপড়ে ফেলেন সেই সিরাজ, নাটকীয় জয় পায় ভারত।
শেষ দিনে ইংল্যান্ডের দরকার ছিল ৩৫ রান, ভারতের ৪ উইকেট। দর্শকঠাসা ওভালে দিনের ১০ ওভারে ৪ উইকেট তুলে ইংল্যান্ডকে ৩৬৭ রানে অলআউট করে জয় তুলে নেয় ভারত। এই জয়ে ৫ ম্যাচের সিরিজ ২-২ এ ড্র করে শুবমান গিলের দল।