শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ উন্নতি বাংলাদেশের মেয়েদের

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

এশিয়ান কাপের মূলপর্বে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। হাতছানি রয়েছে আসন্ন ২০২৭ বিশ্বকাপে খেলারও। আফঈদা-ঋতুপর্ণাদের মাঠের দুর্দান্ত ফর্ম আরও একটি সুখবর বয়ে আনল বাংলাদেশের জন্য। ফিফা র‍্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪ নম্বরে উঠে এসেছে বাঘিনীরা। ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশই, সবচেয়ে বেশি +৮০.৫১ পয়েন্টও অর্জন করেছে লাল সবুজের প্রতিনিধিরাই। তাই তো বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম বিশেষভাবে উল্লেখ করেছে ফিফা।

নারী ফুটবলের সবশেষ হালনাগাদ আজ প্রকাশ করে ফিফা। ১১৭৯.৮৭ পয়েন্ট নিয়ে ১০৪ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে দল ছিল ১২৮ নম্বরে। পরে ২৯শে জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহারাইন ও ২রা জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় পিটার বাটলারের শিষ্যরা। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বও নিশ্চিত করে বাংলাদেশ। এগিয়ে থাকা দু’দলের সঙ্গে জয়ের ফলে র‍্যাঙ্কিংয়ে এতটা প্রভাব পড়েছে। বাংলাদেশের সঙ্গে হেরে যাওয়া বাহরাইন ১৯ ধাপ পিছিয়ে নেমে গেছে ১১১তম স্থানে। এক ধাপ পিছিয়ে মিয়ানমারও, তারা রয়েছে ৫৬ নম্বরে। বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে এর আগে র‍্যাঙ্কিংয়ে ১০০তম স্থানে উঠে আসে মেয়েরা। ২০১৩ ও ২০১৭তে দু’বার শততম স্থান দখল করে তারা।নারী ফুটবলের সবশেষ হালনাগাদ আজ প্রকাশ করে ফিফা। ১১৭৯.৮৭ পয়েন্ট নিয়ে ১০৪ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার আগে ফিফা র‍্যাঙ্কিংয়ে দল ছিল ১২৮ নম্বরে। পরে ২৯শে জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহারাইন ও ২রা জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় পিটার বাটলারের শিষ্যরা। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বও নিশ্চিত করে বাংলাদেশ। এগিয়ে থাকা দু’দলের সঙ্গে জয়ের ফলে র‍্যাঙ্কিংয়ে এতটা প্রভাব পড়েছে। বাংলাদেশের সঙ্গে হেরে যাওয়া বাহরাইন ১৯ ধাপ পিছিয়ে নেমে গেছে ১১১তম স্থানে। এক ধাপ পিছিয়ে মিয়ানমারও, তারা রয়েছে ৫৬ নম্বরে। বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে এর আগে র‍্যাঙ্কিংয়ে ১০০তম স্থানে উঠে আসে মেয়েরা। ২০১৩ ও ২০১৭তে দু’বার শততম স্থান দখল করে তারা।

নারীদের র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে শীর্ষ পাঁচেও। যুক্তরাষ্ট্রকে দুইয়ে ঠেলে দিয়ে কদিন আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া স্পেন এখন অবস্থান করছে শীর্ষে। ইউরো জয়ী ইংল্যান্ড এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছে। তিন ধাপ এগিয়ে তৃতীয় সুইডেন। এতে করে দুই ধাপ নেমে পাঁচে অবস্থান জার্মানির। কোপা আমেরিকা জয়ী ব্রাজিলের অবনমন হয়েছে ৩ ধাপ, তাদের অবস্থান সপ্তম। দুই ধাপ এগিয়ে ৩০তম আর্জেন্টিনা।


এ জাতীয় আরো খবর...