চট্টগ্রামের বাঁশখালীতে বাজার থেকে ঘরে ফেরার পথে মোজাহের আহমেদ (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ১৪ আগস্ট (বৃহস্পতিবার) রাত আটটার দিকে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গন্ডামারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা দরফ আলী সিকদার শের আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হাফবাইন্না বাজার থেকে ফেরার পথে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোজাহেরের পথ রোধ করে ইট দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করে। পরে রাস্তার পাশের জমি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।
স্থানীয় লোকজন জানান, তিন মাস আগে মোজাহেরের সঙ্গে স্থানীয় একটি পক্ষের বিরোধ হয়। তখন ওই পক্ষ তাঁর ঘরে আগুন দিয়েছিল। এর পর থেকে বিরোধ চলছিল।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে, কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন । চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় ১৫ আগস্ট (শুক্রবার) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে তথ্য দিয়েছেন বাহিনীটির এক কর্মকর্তা। তবে তাৎক্ষণিক তিনি নিহতদের পরিচয় বা কিভাবে দূর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেননি। তবে এ এলাকা দুর্ঘটনাপ্রবণ বলে জানিয়েছে পুলিশ।