বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে।
১৫ আগস্ট শুক্রবার বিকালে ইউনিয়নের কৌরাইশমুন্সি বাজারের একটি মসজিদে দোয়া মাহফিলে বেগম জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোহাম্মদ নুরুল আফসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শাহাদাত হোসেন ও আবুল হোসেন আবুসহ রাজাপুর ইউনিযয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের নির্দেশনা মোতাবেক ও রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহর সার্বিক তত্বাবধান ও সহযোগিতায় কোরাইশ মুন্সী বাজার ভুঁইয়া সাহেবের জামে মসজিদে মিলাদ শেষে তবারক বিতরণ করা হয়।