নানা নাটকীয়তার পর ঢাকাতেই অনুষ্ঠিত হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএম। সভায় টেস্ট খেলুড়ে ৫ দেশের মধ্যে তিন দেশের প্রতিনিধি উপস্থিত ছিলো। বাংলাদেশ, পাকিস্তানের সাথে ছিলো আফগানিস্তান। আর অনলাইনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজিভ শুকলা ও শ্রীলঙ্কার পক্ষ থেকে এজিএমে যুক্ত হন বোর্ড সভাপতি শামি সিলভা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে মাত্র দেড় ঘন্টার মধ্যে শেষ হয় এজিএম। সভা শেষে হয় আনুষ্ঠানিক ফটো সেশন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন এসিসি কর্মকর্তারা।
এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, সফলভাবে আমরা এসিসির এজিএম আয়োজন করেছি। ২৫টি সদস্য দেশই সভায় যুক্ত হয়েছিল। বেশিরভাগ দেশের প্রতিনিধিরা এখানে এসেছে, যারা আসতে পারেনি তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বিসিবি সভাপতি আমিনুল ভাইকে ধন্যবাদ, তারা দারুণভাবে সবকিছু আয়োজন করেছে।
আনুষ্ঠানিকভাবে এজিএমের এজেন্ডা ছিল না এশিয়া কাপ ইস্যু। তবে এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়েছে এসিসির সদস্য দেশগুলোর মধ্যে। মহসিন নাকভি বলেন, এশিয়া কাপের বিষয়টি এসিসি ও বিসিসিআই এর বিষয়।
এদিকে, ভেতরের খবর এশিয়া কাপ হচ্ছে প্রায় শতভাগ নিশ্চিত। তবে চুড়ান্ত সূচি এখনও হয়নি। প্রাথমিক আলোচনা অনুযায়ী ৫ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে এই টুর্নামেন্ট। হোস্ট সিটি দুবাই ও আবুধাবি।
গুঞ্জন রয়েছে চলতি বছরই হতে পারে বাংলাদেশ-পাকিস্তান-অস্ট্রেলিয়া ত্রিদেশীয় সিরিজ। পিসিবি চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত না করলেও দিয়েছেন সম্ভাবনার ইঙ্গিত।