চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন শক্তি হিসেবে উঠে এসেছে ছয়টি তরুণ স্টার্টআপ। এদের বলা হচ্ছে Six Tigers। এগুলো শুধু প্রযুক্তি জগতে নয়, আন্তর্জাতিক ভূরাজনীতিতেও চীনের অবস্থানকে শক্তিশালী করছে।
StepFun, Zhipu AI, Minimax, Moonshot, 01.AI এবং Baichuan—এই ছয়টি কোম্পানি এখন বিলিয়ন-ডলার মূল্যের এআই স্টার্টআপ।
এর মধ্যে Moonshot-এর মূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।
Minimax-এর মূল্য প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলার।
আর Baichuan-এর মূল্য ইতোমধ্যেই ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এই উত্থানের পেছনে রয়েছে চীনের চার টেক জায়ান্ট—Alibaba, Tencent, Baidu এবং ByteDance।
তারা শুধু বিনিয়োগ করছে না, পাশাপাশি দিচ্ছে ক্লাউড কম্পিউটিং, ডেটা এবং প্রশিক্ষিত জনবল—যা এই স্টার্টআপগুলোকে দ্রুত উন্নত হতে সহায়তা করছে।
চীনা সরকারও এই অগ্রযাত্রাকে জাতীয় কৌশলের অংশ করেছে।
সরকারি উদ্যোগে তৈরি হয়েছে ৮ দশমিক ২ বিলিয়ন ডলারের এআই ফান্ড।
একইসাথে, নতুন কোম্পানিগুলোর জন্য নিয়মকানুন সহজ করা হয়েছে, আর বিশাল অভ্যন্তরীণ বাজার নিশ্চিত করা হয়েছে।
চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়—Tsinghua এবং Peking University—প্রতিদিন হাজারো নতুন গবেষক তৈরি করছে। এক জরিপে দেখা গেছে, বিশ্বে যত এআই গবেষক আছেন, তাদের প্রায় ৯০ শতাংশ এখন চীনেই অবস্থান করছেন। এমনকি অনেকে পশ্চিমা দেশ থেকে ফিরে এসে চীনের স্টার্টআপে কাজ করছেন।
২০২৩ সালেই চীন প্রকাশ করেছে ৩ শতাধিক বড় ভাষা মডেল। এর ভেতর থেকে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে এই Six Tigers।
বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আর শুধু প্রযুক্তি নয়—এটি এখন ভূরাজনীতির অস্ত্র। আর চীনের এই ছয় বাঘ আগামী দিনে বিশ্ব শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।