শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন

চাঁদা না পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
চাঁদার দাবিতে বন্ধ করে দেয়া প্রকল্পের সামনে ডেভলপার মালিক মো. রবিউল হক ভূইয়া

ফেনী শহরের পুলিশ কোয়াটার এলাকায় চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার অভিযোগে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। শনিবার (২৩ আগষ্ট) বিকেলে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন মো. রবিউল হক ভূইয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের আনন্দিপুর গ্রামের মাহবুবুল হকের ছেলে মো. রবিউল হক ভূইয়া, পুলিশ কোয়াটার এলাকার আবদুর রশিদের ছেলে আবুল বশর মোহাম্মদ শাহ আলম এর কাছ থেকে তার পৈতৃক সম্প্রতি রামপুর মৌজার ৩৩৬৭ নং খতিয়ানের সাড়ে ৮ ডিং ভূমিতে বহুতল ভবন নির্মাণের চুক্তিতে আবদ্ধ হয়ে কাজ শুরু করে। এতে তার আপন ভাই আবু সালেহ আহাম্মদ বদরুল আলম বিভিন্ন ভাবে মোটা অংকের টাকা চাঁদা দাবী করে বিভিন্ন হুমকি ধমকি প্রদান করে কাজ বন্ধ করে দেয়। এছাড়া শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেয়।এছাড়াও বদরুল আলম ফেনীর আদালতে ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করেছি এমন একটি মিথ্যা মামলা দায়ের করে রবিউল হক ভূইয়াকে হয়রানি করছে এবং নির্মাণ কাজ বন্ধ করে দেয়। আদালত মামলাটি মিথ্যা হওয়ায় তা খারিজ করে, ফেনী পৌরসভা বিষয়টি সমাধান করতে পারে বলে মন্তব্য করেন।

ডেভলপার মালিক মো. রবিউল হক ভূইয়া জানান, উক্ত বিবাদী আবু ছালেহ মো. বদরুল আলম কাজ শুরু থেকে বিভিন্ন ভাবে হুমকি-ধমকি দিয়ে তার সাথে বসতে বলে এতে রবিউল হক ভূইয়া না বসায় কাজ বন্ধ করে দেয়।

তিনি আরো জানান, দীর্ঘ ৯ মাস কাজ বন্ধ থাকায় তার ডেভলপার কোম্পানির অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও রড, সিমেন্ট, বালুসহ নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল নষ্ট হচ্ছে। এ বিষয়ে রবিউল হক ভূইয়া ২১ আগষ্ট বাদী হয়ে ফেনী মডেল থানায় ও ফেনী পৌরসভায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানতে চাইলে বিবাদী আবু সালেহ আহাম্মদ বদরুল আলম বলেন, চাঁদা দাবী করার বিষয়টি সঠিক নয়। মারধর নয়, লাঠি হাতে নিয়ে ধমকি দিয়েছি কাজ না করতে। একটি পক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।


এ জাতীয় আরো খবর...