ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, ফ্যাসিবাদীরা আমার উপর কিরকম অত্যাচার করেছে তা আপনারা জানেন। তখন সাংবাদিক ভাইয়েরাও কথা বলতে পারেননি। ওই সময় মামলা-হামলা আমাকে আপনাদের সাহসে আমার সাহস, ওই কঠিন পরিস্থিতিতেও আমি কিন্তু পালিয়ে যাইনি। কর্মীদের ধরে নিয়ে যাচ্ছিল আমি প্রতিবাদ করেছি গ্রেফতারের ভয় পাইনি। কোনদিন আন্দোলন সংগ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করিনি। ১৭ বছরে ১২ বার আমাকে জেলে যেতে হয়েছে সাড়ে তিন চার বছর জেলে কাটিয়েছি। জেল থেকে বেরিয়ে আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি।
ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে ২৫ আগস্ট (সোমবার) দুপুরে ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপি এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মজনু এসব কথা বলেন।
তিনি বলেন, আমার হৃদয় আছে শহীদ জিয়ার শক্তি তারেক রহমানের শক্তি। ফ্যাসিবাদের ওই সময় এলাকার অনেককে তখন খুঁজে পাওয়া যায়নি, অনেকে পালিয়ে গেছে, অনেকে সময় দেন নাই। আমি ফেনী-১ ছেড়ে কোথায়ও যাইনি। যেকোনোর দুর্যোগে আপনাদের পাশে ছিলাম। আমি বিশ্বাস করি এ এলাকার মানুষ জাতীয়তাবাদী শক্তির দুর্গ। শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানকে ভালোবাসে। অস্ত্র দিয়ে, বোম মেরে সব সময় কিছু করা যায় না। ঐক্যবদ্ধ শক্তি কাজ করলে সেখানে এগুলোর কোন কাজেই লাগে না। মনে সাহস রাখতে হবে, সঠিক পথে চলতে হবে। আমি কখনো অপশক্তির কাছে মাথা নত করিনি।
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রফিকুল আলম মজনু বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ভিত্তিক তালিকা আমরা তৈরি করুন। উপজেলার পর ইউনিয়ন ওয়ার্ড কমিটি করে দেয়া হবে। সকলের সাথে আলোচনা করে কমিটি করতে হয় কেউ বাদ করলে কাকে দায়িত্ব দিলে ভালো হয় ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা বলে পাঁচটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি গুলো করা হবে। ফেনী-১ আসনের ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া তিন উপজেলায় মাসব্যাপী সদস্য নবায়ন কার্যক্রম চলবে। এজন্য একজন কেন্দ্রীয় নেতাকে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করানো হবে।
ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহামদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার।
ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর বিএ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাধানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রবিউল হক মাবু, ঘোপাল ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মোস্তফা, কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য মশিউর রহমান প্রমূখ।