শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

ব্রান্ড নকল করে চানাচুর-চিপস তৈরি: নুর ফুড প্রোডাক্টসকে জ‌রিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

ফেনীতে না‌মি-দা‌মী বি‌ভিন্ন ব্রান্ড নকল করে চানাচুর ও চিপস প্যাকেটজাত করে বি‌ক্রি করায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র। ২৫ আগস্ট সোমবার দুপুরে জেলা শহরের রামপুর এলাকায় অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর জানায়, ফেনী শহরের রামপুরা এলাকায় মেসার্স নুর ফুড প্রোডাক্টস নামের এক‌টি প্রতিষ্ঠান চানাচুর ও চিপসের নামে বিভিন্ন ব্র্যান্ডের পণ‌্য নকল করে বাজারজাত করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তদার‌কি অ‌ভিযানে দেখা যায়, প্রতিষ্ঠান‌টি একা‌ধিক মোড়কীকরণ যন্ত্র ব‌্যবহার করে কিশোরগঞ্জের ঠিকানা দিয়ে সততা চিপস, ঢাকার ঠিকানা দিয়ে চানাচুর ও অনুমোদনহীন নানা চটকদার নাম ব‌্যবহার করে মোড়কীকরণ করে ভোক্তাদের সাথে প্রতারণা করছে। এ কর্মকান্ডকে ভোক্তা অ‌ধিকার বিরোধী কার্য হিসেবে আমলে নিয়ে অ‌ধিদপ্তরের প্রশাস‌নিক এখ‌তিয়ারে প্রতিষ্ঠান‌টিকে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। এসময় অনতিবিলম্বে উৎপা‌দিত সকল পণ্যের বৈধ লাইসেন্স নিয়ে এ দপ্তরে অনু‌লি‌পি প্রেরণের নির্দেশনা দেয়া হয়।

এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য এ সময় লিফলেট বিতরণ করা হয়। এতে নিরাপদ খাদ‌্য পরিদর্শক আব্দুর রহমান, ব‌্যাটা‌লিয়ন আনসারের একটি দল অংশগ্রহণ করে।

ফেনী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর...