শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন

৩১তম জাতীয় বক্সিংয়ে খেলবেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

প্রবাসী ফুটবলাররা একে একে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে মাঠ মাতচ্ছেন। জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোমরা খেলায় বাংলাদেশের ফুটবলের মান অনেক বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় বস্কিং ফেডারশেনও এবার প্রবাসী বক্সিং খেলেয়াড়ের দিকে হাত বাড়িয়েছে।

৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌস। যদিও এরআগে ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন জিনাত ফেরদৌস। আমেরিকান প্রবাসী এই বক্সার এবার প্রথমবারের মতো জাতীয় বক্সিংয়েও অংশ নিচ্ছেন।

আগামীকাল রোববার (২৭ জুলাই) শুরু হচ্ছে ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতা। সেখানে খেলবেন এই প্রবাসী বক্সার। বাংলাদেশি বংশোদ্ভুত জিনাত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। দুই বছর আগের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে সুবিধা করতে পারেননি।

জাতীয় বক্সিংয়ে জিনাতের অংশগ্রহণ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, ‘জিনাত গুডউইল ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ৫২ কেজি ওজন শ্রেণিতে খেলবেন তিনি। বাংলাদেশে এটি তার প্রথম অংশগ্রহণ হবে। সাম্প্রতিক সময়ে তার আন্তর্জাতিক সাফল্যের জন্য ৩০ জুলাই প্রতিযোগিতার সমাপনী দিন তাকে সম্মাননা জানানো হবে।’


এ জাতীয় আরো খবর...