শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

ফেনী প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ফেনীর দাগনভূঞা উপজেলার শতবর্ষী প্রতাপপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ হয়েছে। ২১ সেপ্টেম্বর রোববার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া হুদনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া আজাদ।  সিনিয়র শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসীম উদ্দিন স্বপন, কলেজের প্রভাষক ও সাংবাদিক আবদুল্লাহ আল-মামুন, দাগনভূঞা থানার এএসআই কাওসার আহমেদ।

এ সময় সহকারী প্রধান শিক্ষক অমর ক্রান্তি চক্রবর্তী, অভিভাবক সদস্য মোহাম্মদ ফজলুল হক, স্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুর রহমান, শহীদুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় বিপুল সংখ্যক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজাম উদ্দিন ভূঁইয়া হুদন বলেন, শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ তৈরি কারো একার পক্ষে সম্ভব নয়। এজন্যে তিন পক্ষ অর্থাৎ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয় দরকার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে হুদন বলেন, শুধু ভাল ফলাফল আর সাটির্ফিকেট অর্জন করলেই হবে না, সুশিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক মানুষ হয়ে উঠতে হবে। দেশ ও সমাজের কল্যানে নিজেদের তৈরির মাধ্যমে আদর্শ নাগরিক হওয়া সম্ভব বলেও মত দেন তিনি। সন্তান কোথায় যায়, কার সাথে চলাফেরা করে সে দিকে নজরদারী বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়ে যাতায়াত বাড়াতে অভিভাবকদের প্রতি অনুরোধ করেন তিনি।


এ জাতীয় আরো খবর...