ফেনীর দাগনভূঞা উপজেলার শতবর্ষী প্রতাপপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ হয়েছে। ২১ সেপ্টেম্বর রোববার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া হুদনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. গোলাম কিবরিয়া আজাদ। সিনিয়র শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসীম উদ্দিন স্বপন, কলেজের প্রভাষক ও সাংবাদিক আবদুল্লাহ আল-মামুন, দাগনভূঞা থানার এএসআই কাওসার আহমেদ।
এ সময় সহকারী প্রধান শিক্ষক অমর ক্রান্তি চক্রবর্তী, অভিভাবক সদস্য মোহাম্মদ ফজলুল হক, স্কুলের সিনিয়র শিক্ষক মো. আব্দুর রহমান, শহীদুল ইসলাম, মাওলানা নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।
সভায় বিপুল সংখ্যক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।