রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহণের একটি চলন্ত যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনায় মূলহোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে বলেও জানা গেছে।
এর আগে, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার পর আগুন লাগার খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
জানা যায়, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। এ সময় যাত্রী যারা ছিলেন তারাও আতঙ্কে বাস থেকে নেমে পড়েন। এ সময় বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছোড়েন দুর্বৃত্তরা। পরে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ জাতীয় আরো খবর...