শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

ব্লগার অভিজিৎ হত্যা: যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারাবীর জামিন

বিশেষ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (৩০ জুলাই) এই আদেশ দেন।

আদালতে ফারাবীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান। তাকে সহযোগিতা করেন আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান।

জামিনের বিষয়ে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান বলেন, ‘বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ২০২১ সালে ফারাবীর আপিল গ্রহণ করেন হাইকোর্ট। এখন তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়েছে। কতদিনের জামিন, তা লিখিত আদেশ পাওয়ার পর জানা যাবে।’

জামিন চাওয়ার পক্ষে তুলে ধরা যুক্তিতে বলা হয়, মামলায় চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেও কোনো জবানবন্দিতে ফারাবীর নাম উল্লেখ করা হয়নি। এমনকি তদন্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো সাক্ষীও তার নাম বলেননি। ফারাবী নিজেও কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। ২০১৫ সালের ৩ মার্চ থেকে তিনি কারাবন্দি রয়েছেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ফারাবী পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। আপিল শুনানির অপেক্ষায় থাকা অবস্থায় তিনি জামিন পেলেন।


এ জাতীয় আরো খবর...