শিরোনামঃ
পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী জুলাই সনদ স্বাক্ষরের তারিখ পেছালো
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন

কে এই মেহেরনিগরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান ‘মহা জাদু’তে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে গলা মিলিয়ে আলোচনায় তাজিক শিল্পী মেহেরনিগরি রুস্তম। এই গানের মধ্য দিয়ে বাংলাদেশের শ্রোতারা প্রথমবারের মতো পেল এই তাজিক শিল্পীকে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোক স্টুডিওর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাওয়ার পর থেকেই শ্রোতাদের মন জয় করে নিয়েছে গানটি। বাউল শাহ খোয়াজ মিয়ার লেখা ও সুরে তৈরি এই লোকগানটির নতুন সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। আর গানে মেহেরনিগরির এন্ট্রি যেন ছিল শ্রোতাদের জন্য বাড়তি আকর্ষণ।

শ্রোতাদের মতে, দেশি-বিদেশি শিল্পীর এই যৌথ কাজ বাংলা সংগীতে নতুন মাত্রা যোগ করেছে। হাবিবের পাশাপাশি মেহেরনিগরির পারফর্ম্যান্সেরও প্রশংসা করে শ্রোতারা; এরপর থেকেই আলোচনায় এই শিল্পী।

১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় জন্ম মেহেরনিগরির। ছোটবেলা থেকেই সঙ্গীতময় পরিবেশে বেড়ে ওঠা এই শিল্পী মাত্র ৫ বছর বয়সেই গান গাওয়া শুরু করেন এবং শৈশবেই অংশ নেন বিভিন্ন প্রতিযোগিতায়। তার ভাই সাফারমুহাম্মদ রুস্তমও একজন গায়ক।

২০০১ সালে মেহেরনিগরি প্রথম বড় মঞ্চে গান গেয়েছিলেন ‘বাডস অব হোপ’ প্রতিযোগিতায়। দুই বছর পর ‘সানশাইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে নেন গ্র্যান্ড প্রাইজ। ২০০৬ সালে সিআইএস (CIS) দেশগুলোর তরুণদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক আসরে জিতেছিলেন দুটি স্বর্ণপদক।

পড়াশোনাতেও সমান মনোযোগী মেহেরনিগরি। ২০১১ সালে দুশানবে ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক শেষ করেন। পরে তিনি তাজিক ন্যাশনাল কনজারভেটরির (তালাবহুজা সাত্তোরভ নামে পরিচিত) একাডেমিক অনুষদে উচ্চশিক্ষা নেন।

প্রায় এক দশকের ক্যারিয়ারে মেহেরনিগরি উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় গান, যার মধ্যে রয়েছে ‘জাদুগার’, ‘নিগিন আনোর’, ‘গুল’, ‘আনার আনার’, ‘দিলি জোর’ উল্লেখযোগ্য।

সংগীতের পাশাপাশি সামাজিক মাধ্যমেও ব্যাপক অনুসারী রয়েছে তার; ইনস্টাগ্রামে যার সংখ্যা দেড় মিলিওনের বেশি।


এ জাতীয় আরো খবর...