এর আগে গত ২৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৮৬৮ দশমিক ৭৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫৮৭২ দশমিক ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।
সবশেষ গত ২ জুলাই ৩১ বিলিয়ন ডলার রিজার্ভের কথা জানিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। তথ্য অনুযায়ী, গত ২ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১৭১৭ দশমিক ৭৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬৬৮৬ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার।
তবে এরপর গত ৮ জুলাই কেন্দ্রীয় ব্যাংক জানায়, ৭ জুলাই মে ও জুন মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ২ হাজার ১৯ দশমিক ৪৫ মিলিয়ন বা ২ দশমিক ০১ বিলিয়ন ডলার। এতে ৭ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল ২৯৫২৯ দশমিক ৩১ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছিল ২৪৪৫৮ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার।
এরপর রিজার্ভ ওঠানামা করলেও ৩১ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারেনি। সবশেষ আজ (২৮ আগস্ট) ৩১ বিলিয়ন ডলার রিজার্ভের খবর জানালো কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।