শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

আড়াই বছর আগে ডিভোর্স হয় অভিনেত্রী মীরার

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ডিভোর্সের দুই বছর পর সেই কথা প্রকাশ্যে আনলেন পাকিস্তানি নাট্য অভিনেত্রী ও লেখিকা মীরা শেঠি। ২০২৩ সালের মার্চে ‘আন কাহি’ নাটকের শুটিংয়ের ব্যস্ততার মধ্যেই অনেকটা অন্তরালে বিচ্ছেদ হয় তার। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সাবেক তত্ত্ববধায়ক মুখ্যমন্ত্রী নাজাম শেঠির মেয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ডিভোর্সের সময়টিকে জীবনের কঠিন চ্যালেঞ্জিং সময় হিসেবে বর্ণনা করেছেন। সাক্ষাৎকারে মীরা শেঠি জানান―ডিভোর্সের কারণে তীব্র মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। এমনকি পরিচয় সংকটের মুখোমুখিও হয়েছিলেন।

এ অভিনেত্রী বলেন, গত ২ থেকে আড়াই বছর ধরে নিজেকে নতুন করে আবিষ্কার, আত্মদর্শন ও আরোগ্যের জন্য ব্যক্তিগত যাত্রায় নিয়োজিত আছি। এই অধ্যায় এমন একটি প্রক্রিয়া, যা যেকোনো শিল্পীর জন্যই গুরুত্বপূর্ণ। আর তা স্বাভাবিকভাবেই জনসাধারণের দৃষ্টির আড়ালে থাকে।

মীরা শেঠি তার বন্ধু-বান্ধব, পরিবার ও অপরিচিত মানুষদের ধন্যবাদও জানিয়েছেন। তার এই কঠিন পরিস্থিতিতে যারা তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছিলেন।

পাকিস্তানি এ অভিনেত্রী বিচ্ছেদ হওয়া নারীদের মুখোমুখি হওয়া সংগ্রামের কথাও বলেছেন। শোবিজ ইন্ডাস্ট্রিতে ক্রমবর্ধমান উন্মুক্ততা থাকার পরও ডিভোর্স শুধু মানসিকভাবে হৃদয় ভেঙে দেয় না, বরং সামাজিক পরিচয় সংকট ডেকে আনে বলেও জানিয়েছেন।

জানা গেছে, ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে জমকালো এক আয়োজনে বিলাল সিদ্দিকীর সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী মীরা শেঠি। তখন বিয়ের খবর নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।


এ জাতীয় আরো খবর...