শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

যে কারনে আনন্দিত মিথিলা

কলকণ্ঠ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। সংগীত ও অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত দেখা যায় তাকে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও সময় কাটিয়ে থাকেন তিনি। সেখানে মূলত ক্যারিয়ার, ব্যক্তিজীবন এবং অন্যান্য কর্মকাণ্ডের কার্যক্রম তুলে ধরেন এ অভিনেত্রী।

এবার এ অভিনেত্রী ব্যক্তিজীবনের এক আনন্দের কথা জানালেন। বললেন, ‘প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আনন্দিত আমি।’ শনিবার (২১ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এমনটা জানান অভিনেত্রী মিথিলা।

এ তারকা ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। যেখানে তার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে। আর ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে ভরে গেল মনটা। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের “সুফিয়া কামাল সেমিনার সিরিজ”-এ আমার পিএইচডি গবেষণার কিছু অংশ।’

তিনি লিখেছেন, ‘লিঙ্গ ও প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপনের সুযোগ পেলাম। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ সময় কাটল। তাদের খুবই প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আনন্দিত আমি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

এদিকে গত ২৫ আগস্ট এক পোস্টে এ অভিনেত্রী জানান―সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস ডিফেন্স করেছেন। এ ব্যাপারে তখন তিনি বলেছিলেন, আজ থেকে গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যোগ করতে পারব―একটি উপাধি, যা নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছি আমি।

প্রসঙ্গত, সংগীত ও অভিনয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও শিক্ষা নিয়েও কাজ করেন মিথিলা। তার নামে যুক্ত হলো নতুন পরিচয়- ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা।


এ জাতীয় আরো খবর...