শিরোনামঃ
পিআরের দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বিলম্বের চেষ্টায় নেমেছে: মির্জা ফখরুল পাল্টা হামলায় ৫৮ পাক সেনা হত্যার দাবি আফগানিস্তানের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহসানুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা: চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় যুক্তিতর্ক শুরু ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টা একা গিয়ে কী করবো, সেফ এক্সিট নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বিএনপির বিবৃতি আর কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

সুখবর দিলেন ক্যাটরিনা কাইফ

বিশ্বকণ্ঠ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

কয়েক বছর আগে বেশ জাকজমকপূর্ণ আয়োজন করে বিয়েবন্ধনে আবদ্ধ হন বলিউডের আলোচিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। এর কয়েক মাস পর থেকেই এ পর্যন্ত বিভিন্ন সময় তাদের মা-বাবা হওয়ার খবর রটেছে। কিন্তু তা নিয়ে কখনো তাদের মন্তব্য দেখা যায়নি।

সম্প্রতি এ দম্পতির সংসারে নতুন অতিথি আগমনের খবর ছড়ায়। যা নিয়ে ব্যাপক আলোচনা ও চর্চা হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এ অবস্থায় বিষয়টি তারকা জুটি নিশ্চিত করে জানালেন, মা-বাবা হতে যাচ্ছেন তারা।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্টে অন্তঃসত্ত্বার খবর জানিয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তারা নিজেদের আন্তরিক মুহূর্তের ছবি পোস্ট করেছেন। যেখানে অভিনেত্রীর বেবি বাম্প দেখা যাচ্ছে এবং সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন অভিনেতা।

পোস্টটির ক্যাপশনে তারকা দম্পতি লিখেছেন, ‘আনন্দ ও কৃতজ্ঞতায় ভরপুর হৃদয় নিয়ে জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে আমরা।’ আর তাদের এই ঘোষণা দৃষ্টি কেড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। তাইতো মন্তব্যের ঘরে প্রিয় তারকা জুটিকে শুভ কামনা জানাচ্ছেন তারা।

এর আগে সন্তান আগমনের গুজব রটার পর লাইমলাইট থেকে বেশ দূরে ছিলেন ক্যাটরিনা কাইফ। বলা যায় তারপর থেকে অন্তরালেই থাকছেন তিনি। আর প্রতিবেদনে বলা হয়েছে, সন্তান জন্মের পর দীর্ঘ মাতৃত্বকালীন বিরতিতে যাবেন। একজন আদর্শ মা হতে চান এ অভিনেত্রী।

প্রসঙ্গত, ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারার মনোরম জায়গায় বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। বিয়েতে দুই পরিবারের সদস্য, তারকাদের সহকর্মী এবং ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...